প্রতীক পেয়েই প্রচারণায় নামলেন তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৬:১৪ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ১২:৪১

প্রতীক বরাদ্দ পাওয়ার পরই প্রচারণায় নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার সকাল দক্ষিণ সিটির ৭০ নম্বর ওয়ার্ড ডেমরা আমুলিয়া মডেল টাউন,মেহেন্দিপুর বাজার,মীরবাগ থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

এ সময় হেঁটে হেঁটে ভোটারদের কাছে যান ঢাকা-১০ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য। আসন্ন সিটি নির্বাচনে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চান। গণসংযোগকালে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

এর আগে সকালে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন দক্ষিণের মেয়র পদে মোট ৭ জন মেয়র প্রার্থী, ৭৫ টি ওয়ার্ডে ৩৬৪ জন কাউন্সিলর প্রার্থী এবং ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে ৮২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :