অস্কার এবারও ‘হোস্ট’ হীন

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২০, ১৫:৫৪

বিনোদন ডেস্ক

সদ্য সমাপ্ত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের বিশিষ্ট হোস্ট রিকি গার্ভিসের শো ফ্লপ হওয়ায় সারা বিশ্বের বিনোদন জগতে অন্যতম প্রশ্ন একটাই, বড় বড় অনুষ্ঠানের শো-তে কি তবে উপস্থাপকের দিন শেষ হয়ে এসেছে?

এই প্রশ্ন অন্য মাত্রা পেল আর একটা খবরে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) পক্ষ থেকেও ঘোষণা করে দেয়া হল, গতবারের মতো এবারও অস্কার অনুষ্ঠান হবে উপস্থাপক ছাড়া।

বাস্তবে ১৯৮৯ থেকে অস্কার কখনও ‘হোস্ট ফ্রি’ হয়নি। কিন্তু গত বছর কেভিন হার্টকে প্রথমে হোস্ট নির্বাচন করা হলেও পরে বিতর্কের কারণে তিনি উপস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এরপর অনুষ্ঠান উপস্থাপনার জন্য আর কোনো হোস্ট পাওয়া যায়নি।

মজার ব্যাপার হল, উপস্থাপকহীন গত বছরের অস্কারের রেটিং অনেক বেড়ে যায়। অনেকের ব্যাখ্যা, ‘বিশ্বজুড়ে হোস্ট ফ্রি অ্যাওয়ার্ড শো’ দেখার চাহিদা দর্শকদের মধ্যে বাড়ছে। তাহলে কি বলিউড বা টলিউডেও আগামী দিনে হোস্ট ছাড়া অ্যাওয়ার্ড শো দেখা যাবে? এমন প্রশ্ন অনেকের মনে।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/এএইচ