মেঘনায় জেলেদের পিটিয়ে মাছ লুট

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ২১:৪৪

গজারিয়া উপজেলার জামালদী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় ছয় জেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাদের থেকে মাছ ও নগদ টাকা লুট করা হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্দে ব্যবস্থা হচ্ছে।

আহত জেলে ও থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়,

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের সুকুমার বর্মন, প্রেম কুমার বর্মন, নেপাল চন্দ্র বর্মন, মন্টু চন্দ্র বর্মন, উজ¦ল বর্মন ও ফারুক মিয়া নিজের জাল নিয়ে ইঞ্জিন নৌকাযোগে মেঘনা নদীতে মাছ ধরছিলেন। পাশের সোনারগাঁও থানা এলাকার ঝাউচর গ্রামের রফিক মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী আট থেকে দশজনের সন্ত্রাসীদল জেলেদের ওপর আক্রমণ করে। এ সময় তাদের আহরিত মাছসহ নগদ দশ হাজার টাকা লুটে নেয় সন্ত্রাসীরা। ছয় জেলেকে পিটিয়ে আহতও করেছে তারা। গুরুতর আহত প্রেমকুমার ও নেপাল চন্দ্রকে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সুকুমার বর্মন গজারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/কেএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :