মাদ্রিদ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ২২:০১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন করেছে স্পেনের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার মাদ্রিদ মিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, স্পেনের বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা উদযাপন করে।

উদযাপন অনুষ্ঠানে দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান সফল করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও সার্বজনীন আদর্শ স্পেন প্রবাসী বাংলাদেশ কমিউনিটি এবং স্পেনের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৯ মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছে সরকার।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এনআই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :