ভোট চাইলেন পরীমনি

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০৯:৫০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০, ১১:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এরই মধ্যে অভিনয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। দর্শক ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া ও ভোট চেয়েছেন চলতি বছর মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেত্রীর দৌঁড়ে থাকা পরীমনি।

২০১৯ সালে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনিতদের তালিকায় রয়েছে তার নাম। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত পরীমনি।  শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী মনোনয়নের তালিকায় উঠেছে পরীমনির নাম।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর ‘রক্ত’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপজাল’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন।

সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’র শুটিং শেষ করেছেন তিনি। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে।

ঢাকা টাইমস/১১জানুয়ারি/একে