ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করলেন মেয়র টিটু

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ১৫:৩১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০, ১৫:৩৭

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহ সিটি করপোরেশনে শনিবার ভিটামিন ‘এ প্লাস’  ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন মেয়র ইকরামুল হক টিটু। এ সময় সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, ডা. এইচ কে দেবনাথ, স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, কাউন্সিলর শীতল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ৩৩টি ওয়ার্ডে ২৬২টি কেন্দ্রে দুজন করে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৭১৭৭ শিশুকে নীল ও ১ থেকে ৫ বছর বয়সী ৪৪৭১৯ জনকে  লাল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও রেলওয়ে স্টেশন, বাসটার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আরো ১৪টি কেন্দ্রেও ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রয়েছে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এলএ)