শিক্ষার অন্তর্নিহিত অর্থ বাস্তবায়ন করতে হবে: ড. সেলিম

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০, ২০:০০

বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন বলেছেন, ‘শিক্ষা শব্দের প্রতিটি অক্ষরের অন্তর্নিহিত অর্থ যারা জীবনে বোধগম্য করবেন- তারাই শিক্ষিত এবং আলোকিত মানুষ।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বিমা বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২০ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যাংকিং ও বিমা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউজিসির সদস্য ও প্রাক্তন ডিন অধ্যাপক ড. মনজুর মোরশেদ মাহমুদ।

ড. সেলিম তার বক্তব্যে বলেন, ‘এডুকেশন শব্দের প্রতিটি অক্ষরের অন্তর্নিহিত অর্থ ও এর ব্যাখ্যা বুঝে সে অনুযায়ী ছাত্রছাত্রীরা দায়িত্ব, কর্তব্য ও ভবিষৎ ক্যারিয়ার সাজাতে হবে।’

তিনি বলেন, ‘এডুকেশনের ই মানে ইকুইটি (নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা), ডি মানে ডিউটিফুলনেস (কর্তব্যপরায়ণ), ইউ মানে ইউনিটি (একতাবদ্ধ), সি মানে কারেজ (সাহসিকতা), এ মানে অ্যাকাউন্টিবিলিটি (দায়বদ্ধতা ও জবাবদিহিতা), টি মানে ট্রান্সপারেন্সি (কাজে স্বচ্ছতা), আই মানে ইনোভেশন (উদ্ভাবনী শক্তি), ও মানে অবলিগেশন (দায়বদ্ধতা স্বীকার), এন মানে ন্যাশনালিজম (দেশাত্ববোধ)। এসবের সম্মিলনই হলো একজন প্রকৃত মানুষের শিক্ষা। যারা এই অর্থ জীবনে বোধগম্য করবেন, তারাই শিক্ষিত এবং আলোকিত মানুষ।’

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :