ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০, ২০:৫২
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া সীমান্তে বিএসএফের গুলিতে শাহাবুল ইসলাম (৪১) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহাবুলসহ পাঁচ-সাতজনের একদল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৭/৩ এস পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে শাহাবুল ইসলাম (৪১) গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। গুলিতে নিহত শাহাবুলের লাশ ভারতীয় বিএসএফ সদস্যরা টেনে হিঁচড়ে ভারতে নিয়ে যায়।

নিহত শাহাবুল ইসলাম ওই উপজেলার তারান্জুবাড়ি গ্রামের তমিজ উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় শনিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মাঝে পতাকা বৈঠক হয়েছে।

বিএসএফের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, শাহাবুলের লাশ ময়নাতদন্তের জন্য ভারতের মর্গে পাঠানো হয়েছে।

৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরীর বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :