ইবিতে ৩৭২ আসন ফাঁকা

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০, ২১:৩৪

ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম আপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। অপেক্ষমান তালিকা থেকে ভর্তির পরও বিভিন্ন বিভাগে মোট ৩৭২টি আসন ফাঁকা রয়েছে। শনিবার ক্যাম্পাসের একাডেমিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিশ^বিদ্যালয়ের আটটি অনুষদের অধীন ৩৪টি বিভাগে মোট ২৩০৫টি আসনে মেধাতালিকায় ভর্তির পর ৮৭২টি আসন খালি থাকে। পরে ২২ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রথম অপেক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। আপেক্ষমান তালিকা থেকে ভর্তি শেষে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ এবং বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৩৭২টি আসন ফাঁকা রয়েছে। যা পরবর্তীতে দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি করানো হবে।

তিন ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ১৮৪টি, ‘সি’ ইউনিটে ৪৮টি এবং ‘ডি’ ১৪০টি আসন ফাঁকা রয়েছে। ‘ডি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার রবিবার এবং ‘বি’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :