লেবাননে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদযাপন

ওয়াসীম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০, ২১:৫১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে আলোচনা সভা করেছে লেবানন প্রবাসীরা। শুক্রবার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাসের হল রুমে এই আয়োজন হয়।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বঙ্গবন্ধু স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রবাসী বাংলাদেশিদের নানান সুখ-দুঃখ কথা তুলে ধরেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

তিনি বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। ৭ মার্চ যার ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি সেদিন ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিল, সেই জাতির জনকের জন্য আমরা গর্বিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফিসহ দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতাসহ বিপুলসংখ্যক প্রবাসী।

(ঢাকা/১১জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :