বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ২২:০৩

স্বপন মজুমদার, বাহরাইন

যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে।

বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন বাংলাদেশ সমাজের আয়োজনে আলোচনা সভার আয়োজন করে।

শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ সমাজের কার্যালয়ে এই সভা হয়। 

সংগঠনের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কেএম মমিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রধান রবিউল ইসলাম ও কাউন্সিলর (শ্রম) শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহমেদ, অবিনাশ পাল, দুলাল দাস, মোস্তফা কামাল, আসিফ, আবুল বাশার, মারুফ হোসেন, চান মিয়া, মো. রুবেল, বিষ্ণুপদ দেব, আবদুল মতিন, আইয়ুব আলী, আবুল কালাম, শামসুল হক, সোয়েল মিয়া, নজির আহমেদ, নুরুন নবী, আবদুল ছাত্তার প্রমুখ।

আলোচনা সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কেএম মমিনুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে এই মহান নেতার অবদানের কথা স্মরণ করেন।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/কেএম/এলএ)