চ্যানেল নাইনের সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটামস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২০, ০৮:৫২

বেসরকারি টেলিভিশন চ্যা‌নেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইন‌ভে‌স্টি‌গেশ‌ন’ এর প্রতি‌বেদক মাহমুদুল হাসা‌ন মাহমুদের ওপর হামলা ক‌রেছে দুর্বৃত্তরা।

শ‌নিবার রাত পৌনে ১০টার দিকে রামপুরার ই-ব্ল‌কের ৬ নম্বর রো‌ডে এ হামলার ঘটনা ঘটে।

চ্যানেল নাইন সূত্রে জানা গেছে, শ‌নিবার রাত সা‌ড়ে আটটায় চ্যা‌নেল নাইনে অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইন‌ভে‌স্টি‌গেশ‌ন’ এর প্রথম পর্ব‌টি প্রচা‌রিত হয়। এরপর বাসায় ফেরার পথে হামলার শিকার হন মাহমুদুল।

হামলার শিকার মাহমুদুল হাসান ঢাকাটামসকে জানান, শনিবার রাতে অফিস থে‌কে বের হ‌য়ে রামপুরায় পৌঁছালে রাস্তা ব্লক ক‌রে ক‌য়েকজন দুর্বৃত্ত মোটরসাই‌কেল ঘি‌রে দাঁড়ায়। তারা দা‌বি ক‌রে, তা‌দেরকে পাঠাও সা‌র্ভিস দি‌তে হ‌বে। নি‌ষেধ কর‌লে তারা চড়াও হয়।

তিনি বলেন, ‘জাস্ট একটা ইস্যু তৈরি করে হামলার পায়তাঁরা করা হচ্ছিল। পাঠাও চালান না, অ্যাপসে চেষ্টা করার কথা বলতেই জোরপূর্বক মোটরসাইকেলে একজন উঠে পড়ে। যেখানে যেতে বলা হবে সেখানেই যেতে হবে বলে বাধ্য করার চেষ্টা করে। প্রতিবাদ জানালে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ভাই মনির পরিচয়ে মারধর শুরু করে৷ পরে আরও কয়েকজন এসে পুলিশের উপস্থিতিতে কিল-ঘুষি মারে। এসময় রামপুরা বনশ্রীর কল্যাণ সমিতির সাবেক প্রচার সম্পাদক লেবুর পরিচয়ে আরও ২/৩জন হামলায় অংশ নেয়। পরে পরিস্থিতি বুঝে তাড়াতাড়ি বেড়িয়ে গিয়ে রামপুরা থানায় আশ্রয় নেই। সেখান থেকে খিলগাঁও থানায় আসি।’

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগী সাংবাদিক থানাতেই আছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাটাইমস/১২জানুয়ারি/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :