জেদ্দায় আজ মাদ্রিদ ডার্বি

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ১১:২৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০, ১১:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লিওনেল মেসির বার্সেলোনা বিদায় নিয়েছে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে তাই ‘এল ক্ল্যাসিকো’ নয়, দেখা যাবে ‘মাদ্রিদ ডার্বি’। জেদ্দায় রবিবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত বারোটায়।

ডার্বির আগে রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান সংবাদ সম্মেলনে ফাইনালের রণকৌশল কিছুই ফাঁস করেননি। তবে জেদ্দায় জিতলে দারুণ খুশি হবেন, বলতে ভোলেননি। সঙ্গে জানিয়েছেন, স্প্যানিশ সুপার কাপ জয়টা তাঁর ক্লাবের কাছে বড় ব্যাপার হয়ে উঠতে পারবে। কারণ এই জয়ে দলের মনোবল বেড়ে যাবে অনেকটা। জিদান নিশ্চিত, তার সুফল স্পেনে লা লিগা ও কোপা দেল রে-র মতো টুর্নামেন্টে পাওয়া যাবে।

প্রতিপক্ষ হিসেবে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোকে কী নম্বরই দিচ্ছে না? এমন প্রশ্নে জ়িদানের প্রতিক্রিয়া, ‘কেন দেব না? ওদের ঐতিহ্যের কথা কে ভুলবে! চিরকালই স্পেনের ফুটবলে ওরা বড় নাম।’

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এসইউএল)