১৪ সেলাই নিয়েও খেলতে চান মাশরাফি!

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ১৭:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে গুরুতর ইনজুরিতে পড়েন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্যাচ নিতে গিয়ে হাতের তালুতে মারাত্মক চোট প্রাপ্ত হন মাশরাফি। যেখানে ১৪ টি সেলাই করতে হয়েছে। গুরুতর আহত অবস্থায়ও বিপিএলে এলিমিনেটর ম্যাচে খেলতে চান ‘নড়াইল এক্সপ্রেস’।

গতকাল (১১ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে রুশোর ক্যাচ নিতে গিয়ে হাতের তালুতে মারাত্মক চোট পান ঢাকা প্লাটুন অধিনায়ক। তারপর রক্তাক্ত হাত নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়।

ঐ ম্যাচে খুলনার বিপক্ষে হারের খবর আসতে না আসতে আরও একটি দূঃসংবাদ নিয়ে আসে ঢাকা প্লাটুন। যেখানে হাসপাতালে ছুটতে হয় মাশরাফিকে এবং ১৪টি সেলাই করতে হয়েছে তার হাতে।

এমন গুরুতর ইনজুরির পরও মাঠে নামতে চান তিনি। এই নিয়ে দলটির ম্যানেজার আহসানউল্লাহ হাসান বলেন, ‘মাশরাফি তো আগে থেকে যোদ্ধা। হাঁটুর চোট নিয়ে এতো বছর খেলে গেছে। বিপিএল প্লে-অফে মাঠে নামার সিদ্ধান্ত সম্পূর্ণ ওর ওপর ছেড়ে দিয়েছি আমরা।’

উল্লেখযোগ্য যে আগামীকাল (১৩ জানুয়ারি) সোমবার চলতি বিপিএলের এলিমেনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মাশরাফির ঢাকা প্লাটুন।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এআইএ)