ভৈরবে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৭:৩৪ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২০, ১৭:২৮

কিশোরগঞ্জের ভৈরবে মাদক নিয়ে বিবাদের জেরে মারধরের ঘটনায় আহত সোহাগ মিয়া (৩৬) মারা গেছেন। শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহাগ ভৈরব শহরের পঞ্চবটি এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। গত ৬ জানুয়ারি রাতে এলাকার প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে লাঠিপেটা করলে গুরুতর আহত হন সোহাগ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পাঁচ দিন পর শনিবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সোহাগের মেয়ে সুখী বেগম বাদী হয়ে ভৈরব থানায় আটজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি মো. রানা (২৯) ও দীপুকে (৩০) বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করে।

নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর শনিবার রাতে ভৈরবে এনে দাফন করা হয়।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/কেএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :