গোপালগঞ্জে ‘বিরল’ প্রজাতির পেঁচা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২০, ১৯:৪১

গোপালগঞ্জের জেলা শহরের কোর্ট চত্বর এলাকা থেকে একটি পেঁচা উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে একটি গাছ থেকে পেঁচাটি নিচে পড়ে যায়। দেখতে পেয়ে শেখ আলাউদ্দিন নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি পেঁচাটি উদ্ধার করেন।

এ সময় এটা দেখতে ভিড় জমান নানা বয়সের মানুষ। পরে তিনি পেঁচাটি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে নিয়ে যান। স্থানীয়রা অনেকেই বলছেন পেঁচাটি বিরল প্রজাতির। তবে, বন কর্মকর্তারা না দেখে তা বলতে পারবেন না বলে জানান।

বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পেঁচা উদ্ধারকারী শেখ আলাউদ্দিন বলেন, পেঁচাটি পালনের সিদ্ধান্ত নিয়েছি। তাই বাসায় নিয়ে যাচ্ছি।

গোপালগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খাদ্যের অভাব ও বন জঙ্গল কেটে ফেলার কারণে পেঁচা হয়তো শহরে চলে এসেছে। তবে যিনি উদ্ধার করেছেন তিনি এখনো আমাদের কিছুই জানাননি। পেঁচাটি উদ্ধার করে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/কেএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :