ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ২১:১৯

তামিম হাসান, অস্ট্রিয়া

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। একই সঙ্গে জাতির জনকের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনারও উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতেই জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান তারাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত এম আবু জাফর, বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান, দূতাবাসের কাউন্সিলর মালিহা শাহজাহান। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, রবিন মোহাম্মদ আলী,খন্দকার হাফিজুর রহমান, জান্নাতুল ফরহাদ, রানা বখতিয়ার, সাইফুল কবির, আহমেদ ফিরোজ, আবু সাইদ, বিল্লাল হোসেন, মিয়া বাবু, জহিরুল হাকিম সহ প্রবাসী বাংলাদেশিরা। আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধাভরে স্মরন করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ইএস