সুপার কাপের ফাইনাল জিতল রিয়াল

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০৮:১১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনাল ম্যাচে টাইব্রেকরে এটলেটিকো মাদ্রিদকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে লস ব্ল্যাংকসরা।

সকল দিক দিয়েই প্রথমার্ধ জুড়ে আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু এটলেটিকো মাদ্রিদের জমাট রক্ষণ ভেদ করে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। লক্ষ্যে দুটি শট অবশ্য নিয়েছিল দলটি, কিন্তু তার কোনোটিই প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকা রিয়াল ৬৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে গোলমুখে বল পেয়ে ঠিকমতো হেড করতে পারেননি মিডফিল্ডার ভালভেরদে।

৮০তম মিনিটে থিবো কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। ছোট ডি-বক্সের বাইরে থেকে আলভারো মোরাতার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে থমাসের বাঁকানো ফ্রি-কিক কোর্তোয়া ঠেকিয়ে দিলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

১১১তম মিনিটে মুহূর্তের ব্যবধানে দুটি সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু লুকা মদ্রিচের পর মারিয়ানো দিয়াসও গোলরক্ষক বরাবর শট নেন।

দুই মিনিট পর পাল্টা আক্রমণে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাওয়া মোরাতাকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ভালভেরদে। এ নিয়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়ায়। রিয়ালের দানি কারভাহাল ও আতলেতিকোর আনহেল কোররেয়া, স্তেফান সাভিচকে হলুদ কার্ড দেখান রেফারি।

বাকি সময়ে প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগে প্রচণ্ড চাপ বাড়ায় এটলেটিকো। দুটি সুযোগও পেয়েছিল তারা। কিন্তু কোর্তোয়াকে পরাস্ত করতে পারেনি দলটি।

বাকি সময়ে আর কোন গোল নাহলে খেলা গড়ায় টাইব্রেকারে। শুটআউটে চারটি শটের সবকটিতে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। লক্ষ্যভেদ করেন দানি কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও সের্হিও রামোস।

অন্যদিকে এটলেটিকো মাদ্রিদের প্রথম শট পোস্টে মারেন সাউল নিগেজ, থমাসের শটটি ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাদের তৃতীয় শটে জালে বল পাঠান কিরান ট্রিপিয়ার।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এআইএ)