দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
| আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১২:১৪ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১১:০৫
ফাইল ছবি

দিনাজপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টায় দক্ষিণ কোতোয়ালির তাজপুর নওশন দীঘি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী রেললাইন এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী (৩৬) এবং সিপাহীপাড়া রেললাইন বস্তি এলাকার মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের এএসআই নাহিদ ও কনস্টেবল মাহবুব আহত হয়েছেন।

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ১০০ পিস ফেনসিডিল এবং ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত দুই মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের উপর গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই মাদক কারবারি নিহত হয়। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়।

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :