ধর্ম নিয়ে কটূক্তি: পীরের বিরুদ্ধে মামলা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৫:৪৯ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১৫:৩৫

পবিত্র ওমরা নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় কিশোরগঞ্জের পীর আবুল বাশারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহালুর খান। সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে পবিত্র ওমরা নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন জেলার ভৈরবের গুল-এ-মদিনা দরবারের পীর আবুল বাশার। এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম ৪ জানুয়ারি অভিযোগ করেন।

এরপর সাধারণ মুসলিম সমাজ ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নিউটাউনের মোড়ে পীরকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ৫ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার মাধ্যমে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেন। তখন অভিযোগটি তদন্ত করে মামলা গ্রহণ করা হবে বলে পুলিশ আশ্বস্ত করেন। তারপর এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলাটি না হওয়ায় মানুষের মাঝে ক্ষোভ বাড়তে থাকে।

বিষয়টি নিয়ে আলেম উলামা পরিষদ শুক্রবার রাতে জরুরি আলোচনা সভা করেন। তার পরদিনই মামলাটি এফআইআরভুক্ত করে পুলিশ।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :