জামালপুরে বিকাশ কর্মীর জালিয়াতি, গ্রেপ্তার ৩

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১৬:৫৮

জামালপুরের মেলান্দহের কোনা মালঞ্চে ২১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে বিকাশ কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তাররা হলেন- বিকাশ কর্মী দিপু মিয়া, তার সহযোগী জসিম উদ্দিন ও সুমন মিয়া। তারা তিনজনই জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, গত রবিবার রাতে বিকাশ কর্মী দিপু মিয়া মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরি সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে কোনা মালঞ্চ এলাকায় তার কাছ থেকে বিকাশের ২১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি সাজানো বলে পুলিশের সন্দেহ হলে বিকাশ কর্মী দিপু মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনাটি সাজানো বলে স্বীকার করেন তিনি। পরে গভীর রাতে টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :