মুক্তিপণের চিরকুটের সূত্র ধরে ঘাতকদের খুঁজছে পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ২০:৫২

সুনামগঞ্জে শিশু তোফাজ্জল হত্যার ঘটনায় ৮০ হাজার টাকার চিরকুটের মাধ্যমে মূল ঘাতকদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মুক্তিপণের চিরকুটের মাধ্যমে আমরা অনেক সূত্র খুঁজে পেয়েছি। এ ঘটনায় পারিবারিক দ্বন্দ্বের জের রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘শিশুটির চাচা বা ফুফুর স্বামীর পরিবার নির্মম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যাদের কারাগারে পাঠানো হয়েছে, তাদের মধ্যেই হত্যাকারী রয়েছে। তাছাড়া অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’

শনিবার সকালে ও সন্ধ্যায় দুই চাচা ফুফুসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- শিশু তোফাজ্জল হোসেনের চাচা সালমান হোসেন, লোকমান হোসেন, ফুফু শিউলি আক্তার, তার স্বামী সেজাউল করিম ও তার বাবা কালা মিয়া, প্রতিবেশী হবিবুর রহমান ও তার ছেলে সারোয়ার হোসেন।

রবিবার ১২ জানুয়ারি তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

নিহত তোফাজ্জল তাহেরপুর উপজেলার সীমান্ত গ্রাম বাঁশতলার জোবায়ের হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত ৮ জানুয়ারি বুধবার বিকালে নিখোঁজ হয় শিশু তোফাজ্জল হোসেন (৭)। এ ঘটনায় তোফাজ্জলের দাদা ৯ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন। ওইদিন রাতেই কে বা কারা শিশু তোফাজ্জলের জুতাসহ ৮০ হাজার টাকা মুক্তিপণের একটি চিরকুট বাড়ির বারান্দায় রেখে যায়। বিষয়টি পরিবারের লোকজন পরদিন পুলিশকে জানালে ১১ জানুয়ারি ভোরে চোখ উপড়ানো ও পা ভাঙা তোফাজ্জলের লাশ বস্তায় ভরে প্রতিবেশীর বাড়ির পেছনে ফেলে যায় ঘাতকেরা।

এদিকে সন্তানকে হারিয়ে মা রিয়া বেগম নির্বাক হয়ে গেছেন। তিনিও ছেলের হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

প্রসঙ্গত, প্রায় একবছর আগে তোফাজ্জলের ফুফু শিউলি বেগমকে একই গ্রামের কালা মিয়ার ছেলে সেজাউল কবিরের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই দুই পরিবারে ঝগড়া চলছে। এ নিয়ে সেজাউলের বিরুদ্ধে মামলাও চলছে।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শিশু তোফাজ্জল হত্যার ঘটনাটির কম সময়ে অধিক তদন্তের মাধ্যমে চার্জশিট গঠন করা হবে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :