বাহরাইনে বৃহত্তর নোয়াখালী পরিষদের সভা

স্বপন মজুমদার, বাহরাইন
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ২২:২৬

বাহরাইনে বৃহত্তর নোয়াখালী পরিষদের মানামা শাখার উদ্যোগে নোয়াখালী-লক্ষীপুর-ফেনী জেলার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির রাজধানী মানামা লিন্নাস মেডিকেলের সেন্টারের কনফারেন্স হল রুমে এই সভা হয়।

বৃহত্তর নোয়াখালী পরিষদ বাহরাইনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী পরিষদ বাহরাইনের উপদেষ্টা ডা. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ডা. রেদওয়ান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার ফারুক, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান মামুন, হাজী ফজলুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ, সাজ্জাদ ভূইয়া ও নাজমুস সাদ্দাত ফয়সাল।

বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাজহারুল ইসলাম বাবু। এছাড়া আরো ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর আতিক ও আমির হোসেনসহ সংগঠনের অন্য সদস্যরা।

এই সময় উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসে মানবতার সেবায় ও সামাজিক দায়বদ্ধতা নিজেদের নিয়োজিত রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদা চেষ্টা অব্যাহত থাকবে।

আলোচনা শেষে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকাটাইমস/১৩জানুয়ারি/কেএম/এলএ

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :