বিপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড আমিরের

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ২২:৪৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০, ২২:৪৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু বিপিএলে সোমবার দুর্দান্ত বোলিং করলেন মোহাম্মদ আমির। খুলনা টাইগার্সের হয়ে খেলা পাকিস্তানি এই পেসার রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ১৭ রান দিয়ে নিলেন ৬টি উইকেট। বিপিএলের ইতিহাসে এটি সেরা বোলিং ফিগার।

এর আগে ৩.২ ওভারে ৬ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে ছিলেন আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। ২০১২ সালে রাজশাহীর হয়ে এমন বোলিং করেছিলেন সামি। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৩.৪ ওভারে ৮ রান দিয়ে ৫ উইকেট নেন ওয়াহাব রিয়াজ।

সোমবার আমিরের অসাধারণ বোলিংয়ে রাজশাহী রয়্যালসকে ২৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা টাইগার্স। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৫৮ রান করে খুলনা। পরে রাজশাহী ব্যাটিংয়ে নামলে ইনিংসের প্রথম ওভারেই লিটন দাসকে ফেরান আমির। চতুর্থ ওভারে এসে ফেরান আফিফ হোসেন ও অলক কাপালিকে। ষষ্ঠ ওভারে এসে আন্দ্রে রাসেলকে বিদায় করেন। পরে ১৮তম ওভারে তাইজুল ইসলাম ও শোয়েব মালিককে প্যাভিলিয়নের পথ ধরান আমির।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এসইউএল)