ইন্টারনেটে ভিডিও দেখার প্রবণতা বাড়ছে

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ১১:৫১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

যতই দিন যাচ্ছে ইন্টারনেটে ভিডিও দেখার প্রবণতা বাড়ছে। ব্যবহারকারীদের বড় একটা ইন্টারনেটে ভিডিও দেখে সময় কাটান। এর মধ্যে প্রথম পছন্দ ইউটিউব। এরপর আছে ফেসবুক ভিডিও। এছাড়াও টিকটকের মতো অ্যাপসগুলোওতে তারা ভিডিও দেখেন। 

সিসকোর মতে, সারা পৃথিবীতে মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৬০ শতাংশেরও বেশি ইন্টারনেটে ভিডিও দেখেন। ভিডিও দেখার প্রবণতা দিন দিনে বেড়েই চলেছে। স্মার্টফোনের সহজলভ্যতা এবং ইন্টারনেটের গতি বাড়ার কারণে ভিডিও দেখার হার বাড়ছে বলে জরিপে উঠে এসেছে। জরিপ বলছে ২০২২ সালে ইন্টারনেটে ভিডিও দেখার হার ৮২ শতাংশ ছাড়াবে। 

সিসকোর মতে, প্রতিদিন ইউটিউবে ১০০ কোটি ঘণ্টারও বেশি ভিডিও দেখা হয়। আগে তরুণরা যেখানে টিভি দেখায় সময় কাটাতো তারা এখন ইন্টারনেটে ভিডিও দেখে সময় কাটায়। 

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এজেড)