ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ১৫:০১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে রান উৎসবের এই ম্যাচ। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১।  

সবশেষ ভারত সফরে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ জিতে নেয় অজিরা, সেসময় ছিলেন না দুই তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার! এবার অজি শিবিরে আছেন এই দুই তারকা। কেবল এই সিরিজে নেই বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। 

ভারতের বিপক্ষে ১৩৭টি এক দিনের ম্যাচ খেলে ৭৭টি জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে অবশ্য জয়ের অনুপাত তুলনায় কম, ৬১টি ম্যাচ খেলে মাত্র ২৯টি জিতেছে অজিরা। কিন্তু মুম্বাই নিঃসন্দেহে মাঠ হিসেবে অজিদের কাছে বিশেষ, কারণ ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে তারা। এই মাঠে শেষবার ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয় ২০০৭ সালের ১৭ অক্টোবর। সেই ম্যাচ দুই উইকেটে জিতে নেয় ভারত। 

টেস্ট ক্রিকেটে ভেলকি দেখানোর পর আজ একদিনের ম্যাচে অভিষেক হতে চলেছে অস্ট্রেলীয় ব্যাটিংয়ের নতুন মহাতারকা মারনাস লাবুশেইনির। কিন্তু সাদা বলের খেলায় তিন নম্বরে সম্ভবত ব্যাট করবেন স্মিথ, লাবুশেইনি আজ হয়তো চার নম্বরে নামবেন।

এ দিকে ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়া। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ অনায়াসে জেতে ভারত। কিন্তু অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ। সেটা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি নিজেও মানছেন যে অ্যারন ফিঞ্চদের বিপক্ষে সিরিজ যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।

ভারতীয় দলের মাথাব্যথা অবশ্য অন্য বিষয় নিয়ে। বর্তমানে ভারতের তিন ওপেনার রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর কেএল রাহুল তিনজনেই দুরন্ত ছন্দে রয়েছেন। সেক্ষেত্রে কাকে বাদ দিয়ে কাকে খেলানো হবে সেটা নিয়েই ধন্দে টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি অবশ্য তিনজনকেই খেলানোর পক্ষে। সেক্ষেত্রে নিচেও ব্যাট করতে অসুবিধা নেই ক্যাপ্টেন কোহলির। অবশ্য আজ তাদের একাদশে রোহিত-ধাওয়ান ও রাহুল তিন জনই আছেন। 

অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেইনি, অ্যাশটন টার্নার, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক,  কেন রিচার্ডসন  ও অ্যাডাম জাম্পা।

ভারতের স্কোয়াড: শিখর ধাওয়ান, রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক),  শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মাদ শামি ও জাসপ্রীত বুমরাহ।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/ এআইএ)