নয় মাস কঠিন অনুশীলন করেছি: আতিকুল

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ১৫:২৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০, ১৬:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হয়েছিলেন আতিকুল ইসলাম। নয় মাস মেয়রের দায়িত্ব পালনকালে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। আর এই নয় মাস সময়কে অনুশীলনের সময় আখ্যা দিয়ে আসন্ন সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন আতিকুল ইসলাম।

মঙ্গলবার ডিএনসিসির ২৮, ২৯, ৩০, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ নয় মাস আমি কঠিন অনুশীলন করেছি। এর মাঝে বেশ কিছু উন্নয়নও হয়েছে। আপনারা দেখেছেন আগারগাঁওয়ে মানিক মিয়া এভিনিউয়ের চেয়েও বড় সড়ক নির্মাণ কাজ চলছে। ১০ কিলোমিটার সড়ক সাইকেল চলার উপযোগী করা হয়েছে। এই সড়কে সবাই বিনোদনের জন্য আসতে পারবেন। বসার ব্যবস্থা থাকবে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।’

মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে আতিক বলেন, ‘মোহাম্মদপুরে সাতটি পার্ককে আধুনিকায়ন করেছি। কিছু ছোট খালি জায়গা আছে। সেগুলো বড় মাঠ বা পার্ক করা যাবে না। তাই সেগুলোকে শুধু শিশুপার্ক করার জন্য কাজ শুরু করেছি। আমাদের সব উন্নয়ন ঠিকমতো হবে যদি যুব সমাজ মাদকমুক্ত থাকে। এজন্য তাদেরকে বিনোদন এবং খেলার মধ্যে রাখতে হবে।’

ঢাকা উত্তরের আ.লীগ মনোনীত মেয়রপ্রার্থী আরও বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ অনেক। কিন্তু আমরা মনে করি, ইম্পসিবল বলে দুনিয়াতে কিছু নেই। সবাই যদি একসঙ্গে কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা পসিবল হবোই হবো, ইনশাল্লাহ। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী ৩০ জানুয়ারির নির্বাচন। এজন্য আমি নেতাকর্মীদের সবাইকে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকে মানুষের দ্বারে দ্বারে যান, সেখানে গিয়ে উন্নয়নের কথা বলুন।’

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কারই/এমআর)