ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ১৯:০৮

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠির নলছিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান ও মেয়াদবিহীন ওষুধ ব্যবহারের অভিযোগে হাসপাতাল সড়কের ফারজানা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান ও মেয়াদবিহীন ওষুধ ব্যবহারের অভিযোগ পেয়ে ওই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কেএম/এলএ)