যবিপ্রবিতে নিরাপদ সড়কের দাবি মেনে নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের

যবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ২০:২২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার যশোর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। প্রধান ফটকের সামনে গতিরোধক তৈরিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম।

আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা, কর্মচারী সমিতি একাত্মতা প্রকাশ করেছে। সড়ক ও জনপথ বিভাগ আমাদের দাবিগুলো মেনে নিয়েছে।

তারা বলেছেন, দুইদিন সময় দিতে আমরা সময় দিচ্ছি। যদি সঠিক সময়ে কাজ শুরু না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।

এ সময় আরও বক্তব্য দেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি ড. সাইবুর রহমান মোল্যা, প্রধান প্রকৌশলী ও কর্মকর্তা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী, জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্নব, কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহীদ মশিয়ুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান ও নাজনীন সুলতানা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার যশোর সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করার পরও তারা অবহেলা করেছে। এর আগে নিরাপদ সড়কের জন্য আমরা তিনজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। সোমবার একজন দুর্ঘটনার শিকার হয়েছেন। যদি আর একজনের রক্ত ঝরে, তাহলে রাজপথে নেমে আসবে শিক্ষার্থীরা। প্রতি ফোটা রক্তের হিসাব নেয়া হবে সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে।

প্রসঙ্গত, যবিপ্রবির প্রধান ফটকের সামনে অনেকদিন ধরেই গতিরোধক তৈরির দাবি জানিয়ে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, সড়ক বিভাগকে গতিরোধক তৈরির চিঠি দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এরই মধ্যে কয়েকটি দুর্ঘটনা হলেও গত রবিবার রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক শিক্ষার্থীকে ধাক্কা দেয় এক মোটরসাইকেল। ওই শিক্ষার্থী গুরুতর আহত না হলেও তার শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। এর প্রেক্ষিতে সোমবার প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ এবং মঙ্গলবার যশোর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :