বাইশ গজে ফিরছেন ধোনি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১২:১১

বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং কবে বাইশ গজে কবে ফিরবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ গত বছর বিশ্বকাপের পরে ধোনিকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। মহাতারকা নিজে অনির্দিষ্ট সময়ের জন্য অবসর নিয়েছেন। কবে ফিরবেন, জাতীয় দলের জার্সিতে তা নিয়ে সংশয় প্রত্যেকেরই। এর মধ্যেই খবর, ক্রিকেটে ফিরছেন ধোনি। তবে জাতীয় দলের জার্সিতে নয়, চ্যারিটি ম্যাচে অংশ নিতে দেখা যেতে পারে মাহিকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষণা করা হয়েছে, অলস্টার ক্রিকেট ম্যাচ খেলা হবে। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে বিগ ব্যাশ লিগের ফাইনালের আগে বিশ্বের তারকা ক্রিকেটারদের নিয়ে ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ সেই ম্যাচে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকরের মতো মহাতারকাদের।

অলস্টার ম্যাচে দুই দলের অধিনায়কত্ব করবেন শেন ওয়ার্ন ও রিকি পণ্টিং। প্রাক্তন অজি তারকাদের মধ্যে খেলতে দেখা যাবে জাস্টিন ল্যাঙ্গার, মাইকেল ক্লার্ক, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়াটসনের মতো ক্রিকেটারকে। মাঠে নেমে না-খেললেও ম্যাচের সঙ্গে জড়িত থাকবেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়া৷

ভারত ও অস্ট্রেলিয়া ছাড়াও অন্যান্য দেশের তারকা ক্রিকেটারদেরও এই ম্যাচে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ওয়ার্ন অথবা পণ্টিংয়ের অধীনে খেলতে দেখা যাবে সচিন ও ধোনিদের৷ তবে সচিন-ধোনিদের তরফে এখনও কিছু জানানো হয়নি৷ এই ম্যাচ থেকে উপার্জিত অর্থ দান করা হবে অস্ট্রেলিয়ার জাতীয় দুর্যোগ ফান্ডে। বিগ ব্যাশ লিগ ফাইনালের আগে এই ম্যাচ খেলা হবে বলে জানা গিয়েছে৷ এমনটা হলে বিশ্বকাপের পর ফের বাইশ গজে ব্যাট হাতে দেখা যাবে মাহিকে৷

(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :