গোপালগঞ্জে কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১৭:১০

গোপালগঞ্জে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন কুয়াশার কারণে কষ্ট পাচ্ছে ছিন্নমূল, গরিব ও খেঁটেখাওয়া মানুষ। সকালে গ্রামগুলোতে দশ হাত দূরের কিছুই দেখা যায়নি, শহরের রাস্তাঘাটেও একই অবস্থা। বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাই সকাল ১০টা পর্যন্ত মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। কৃষকরা জমিতে নামতে পারেননি ।

এ বিষয়ে সদর উপজেলার বনগ্রামের বাসিন্দা এসএম নজরুল ইসলাম বলেন, ‘আমি সকাল ১০টায় মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হই। এসময় দশ হাত সামনে কি আছে তা দেখতে পাইনি। হেডলাইট জ্বালিয়ে অনেক কষ্ট করে এসেছি। আমার পিছু পিছু একটা লোকাল বাসও আসে। তাদের হেডলাইটে কিছু দেখতে না পেরে আমার ব্যাক লাইট ফলো করে এসেছে। আমার গায়ের কাপড় পর্যন্ত শিশিরে ভিজে গেছে।’

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমেশ চন্দ্র ব্রহ্ম বলেন, ‘ঘনকুয়াশায় শ্রমজীবী মানুষদের কষ্ট একটু হচ্ছে। কুয়াশা না কমলে কৃষকরা জমিতে নামতে পারছেন না। তবে এতে চাষাবাদে তেমন কোন প্রভাব ফেলছে না। কৃষকদের বীজতলা ও চাষযোগ্য জমিতে পানি ভরে রাখার পরামর্শ দেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :