টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা কারাগারে

নোয়াখালী প্রতিনিধি, ঢাকটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১৭:২৮

নোয়াখালীতে টাকা আত্মসাতের মামলায় নূর নবী চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুর ১২টার দিকে ১৭ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে জেলা শহর মাইজদীতে সোনালী ব্যাংক দাগনভূঞা শাখার ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার নূর নবী চৌধুরী সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা।

দুদক নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, নূর নবী চৌধুরী সোনালী ব্যাংক লিমিটেড সুবর্ণচর উপজেলার চরবাটা শাখায় ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এসময় ৩০ জন গ্রাহকের নামে ভুয়া ঋণের আবেদন সংগ্রহ করেন। পরে তাদের লোভ দেখিয়ে স্বাক্ষর নিয়ে ভুয়া ঋণবন্ড তৈরি করে ১২ লাখ ৪৫ হাজার টাকা উত্তোলন করেন। এ কাজে তাকে সাহায্য করেন- চরবাটা ২নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য আলেয়া বেগম, চরবাটা গ্রামের মহিউদ্দিন ভূঁইয়া ও উত্তর কচ্ছপিয়া গ্রামের সিরাজুল ইসলাম।

পরে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সোনালী ব্যাংক সুবর্ণচর শাখায় কর্মরত অবস্থায় ওই শাখার নেছার উদ্দিন আহমেদ, অফিসার মোহাম্মদ আবুল কাশেম ও অফিসার আব্দুল গফুরকে নিয়ে একই কায়দায় ২১ জন গ্রাহকের নামে পাঁচ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।

দুদক নোয়াখালীর তদন্তকারী কর্মকর্তা সুবেল আহমেদ জানান, নূর নবী চৌধুরী পৃথকভাবে ৫১ জন গ্রাহকের নামে জালিয়াতির মাধ্যমে মোট ১৭ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :