তাহিরপুরে শিশু তোফাজ্জল হত্যায় বিচার দাবি

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ১৮:২৩

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাত বছরের শিশু তোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আব্দুর জহুর চত্বরে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তারা বলেন, নৃশংসভাবে সাত বছরের শিশু তোফাজ্জল হোসেনকে যে বা যারা হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে। নয়তো এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এর আগেও গত বছর জেলার দিরাই উপজেলায় পাঁচ বছরের শিশু তুহিনকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

মানববন্ধনে বক্তব্য দেন- খেলাঘর আসর তাহিরপুর উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার লিটন, সহসভাপতি সোহেল আহমদ সাজু,  হুসাইন আহমেদ তৌফিক, সাধারণ সম্পাদক মাকসুম আহমেদ, ক্রীড়া ও শরীরচর্চা বিষয়ক সম্পাদক মেঘনা আক্তার, খেলাঘরের সদস্য শেখর রায়, ফারিয়া কানিজ, নীলুফা ইয়াসমিন, নওরিন আক্তার, শাম্মী আক্তার, তমা, জোহা, পলি, জবা, লিজা ও শাকিরা বেগম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, সাজ্জাদ হোসেন,  অপু তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, নিখোঁজের চারদিন পর শনিবার ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকা বাঁশতলা গ্রাম থেকে সিমেন্টের বস্তাবন্দি অবস্থায় তোফাজ্জল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এলএ)