চাঁদাবাজির মামলায় শিল্পপতি শওকত গ্রেপ্তার

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ২০:৩০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০, ২৩:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চাঁদা দাবির অভিযোগে অ্যাসার্ট গ্রুপের মালিক শিল্পপতি শওকত হাসান মিয়াকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার দুপুরে গুলশান থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।

গুলশান থানার ওসি এস এম কামরুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, ‘তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। এই শিল্পপতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে।’

এজাহারে বলা হয়েছে, অ্যাসার্ট গ্রুপের পক্ষ থেকে ৬০ কোটি টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন শওকত হাসান মিয়া। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সশস্ত্র ক্যাডার নিয়ে এসে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, মোহাম্মদ কামরুল হাসান ও মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে ৬০ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় শওকত হাসান ও তার ক্যাডার বাহিনী।

এই ঘটনায় ২ জানুয়ারি পিএইচপি গ্রুপের মালিকের পক্ষে মোস্তফা কামাল ৬০ কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা করেন। সেই মামলায় গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসএস/জেবি)