টাঙ্গাইলে চার ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ২০:৪৫

টাঙ্গাইলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে চার ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে শহরের রেজিস্ট্রিপাড়ায় নির্বাহী হাকিম নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী হাকিম নুজহাত তাসনীম আওন বলেন, অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে ফার্মেসি মালিক প্রণব সাহাকে ২০ হাজার, প্রভাত সাহাকে ১০ হাজার টাকা, আব্দুল লতিফকে তিন হাজার টাকা ও অরুণ চৌধুরীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান, জেলা ডার্গ সুপার নার্গিস আক্তারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :