তিন ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ২০:৪৬

কুষ্টিয়ায় তিনটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে সদর উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

তিনি জানান, কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের বোয়ালদাহ এমএমআর ব্রিকসের মালিক আ. সামাদকে ইটের মাপে কম থাকার কারণে ৫০ হাজার টাকা, এএইচ ব্রিকসের মালিক আলাউদ্দিনকে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জুগিয়া ভাটাপাড়ায় ইটের মাপে কম থাকার অপরাধ পুনরায় করায় আব্দুস সালামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সদস্যরা।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :