কলাপাড়ায় পুলিশ কর্মকর্তাকে আদালতের শোকজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ২০:৫০

পটুয়াখালীর কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক জহিরুল ইসলামকে শোকজ করেছে আদালত। বুধবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত এ শোকজ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার সেকান্দার খালী গ্রামের জনৈক চাঁন মিয়া কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের শামিম গাজীসহ তিনজনের বিরুদ্ধে ৯ সেপ্টেম্বর আদালতে বলপূর্বক সম্পত্তি আদায় ও ১০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণের অভিযোগে একটি মামলা করেন। আদালত পরবর্তী তারিখের মধ্যে মামলার ঘটনার বিষয়ে ওসি কলাপাড়াকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। এরপর পুলিশের উপ-পরিদর্শক জহিরুল তদন্তের দায়িত্বপ্রাপ্ত হয়ে ৪ সেপ্টেম্বর আদালতে ১৫ দিনের সময় চান। কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও প্রতিবেদন দাখিল না করায় আদালত পুলিশ উপ-পরিদর্শক জহিরুল ইসলামকে শোকজ করে।

আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া ও বাদী পক্ষের আইনজীবী আবদুস সত্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :