রাশিয়ায় সরকারের পদত্যাগ

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ২১:০৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০, ২১:০৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবিধান সংশোধনের ঘোষণার পরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্সি থেকে পার্লামেন্ট ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সংবিধান সংশোধনের বিষয়ে দেশজুড়ে ভোটের প্রস্তাব করেছেন।

তিনি প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভকে জাতীয় সিকিউরিটি কাউন্সিল এর ডেপুটি প্রধানের দায়িত্ব গ্রহণের জন্য বলেছেন।

প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ জানিয়েছেন, ‘পুতিনের নতুন এই প্রস্তাবের বাস্তবায়ন হলে দেশটিতে নির্বাহী বিভাগের ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতা, শাসন বিভাগসহ সামগ্রিক ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে।’

‘এই প্রসঙ্গে.......... বর্তমান সরকার পদত্যাগ করছে’ 

রাশিয়া সরকারের এই পদত্যাগের ঘটনা বিস্ময়কর হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সরকারের পদত্যাগের ঘটনাকে স্বাগত জানিয়েছেন পুতিন।

বিবিসি’র মস্কো প্রতিনিধি সারাহ রেইনসফোর্ড জানান, প্রেসিডেন্ট পুতিন কেন জনাব মেদভেদভকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন তা অস্পষ্ট।

২০২৪ সালে প্রেসিডেন্ট পুতিনের মেয়াদ শেষ হবে। বর্তমানে সংবিধানের বিধানাবলীর আওতায় তার পক্ষে নতুনভাবে প্রেসিডেন্ট হওয়া সম্ভব না। ধারণা করা হচ্ছে, এ কারণে পুতিন সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছেন।

(ঢাকা টাইমস/১৫জানুয়ারি/আরআর)