ময়মনসিংহে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ২২:৩১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০, ২২:৩৫

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম শাহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় সদরের খাগডহর ইউনিয়নের ফকিরবাড়িতে এই ঘটনা ঘটে।  

নিহতরা হলেন শফিকুল ইসলামের স্ত্রী রুমা আক্তার ও মেয়ে নাফিয়া আক্তার।

পুলিশ জানায়, সদরের খাগডহর ইউনিয়নের ফকিরবাড়িতে স্ত্রী ও  মেয়েকে হত্যার পর শফিকুল ইসলাম শাহিন পালিয়েছেন। আহত আরেক মেয়ে সাদিয়া আক্তার লাবণ্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী বলছে, স্ত্রী ও এক সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন শফিকুল ইসলাম শাহিন। এ সময় মা-বোনকে বাঁচাতে গিয়ে আহত হন সাদিয়া আক্তার লাবণ্য। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত শাহিন পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম/এলএ/জেবি)