নয় ঘণ্টা পর খুলল ময়মনসিংহ-ভৈরব রেলপথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ০৯:১৪
ফাইল ছবি

প্রায় নয় ঘণ্টার মতো বন্ধ থাকার পর ময়মনসিংহ-নেত্রকোণা-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইন মেরামতের কাজ শেষ হলে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়। ট্রেনটি স্টেশনে প্রবেশ পথে ইঞ্জিন ও একটি বগি পরের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ভৈরব থেকে ঢাকাগামী ঈশাখাঁ এক্সপ্রেস ও মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন।

বৃহস্পতিবার সকালে লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল ফের শুরু হয়। তবে দীর্ঘ সময় রেল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

গৌরীপুর স্টেশনের মাস্টার আবদুল রশিদ ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :