এ বছরই ৫জি আইফোন আনছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১১:৪০ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ১১:১৪

সম্প্রতি প্রকাশিত বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছিল ২০২১ সালের আগে ৫জি আইফোন লঞ্চ হবে না। এবার সেই খবর নস্যাৎ করে অ্যাপেল বিশ্লেষক মিন-চি কুও জানিয়েছেন ২০২০ সালের দ্বিতীয়ার্ধেই ৫জি ভার্সনে আইফোন লঞ্চ করতে পারে অ্যাপেল।

সম্প্রতি ম্যাকরিউমর্স ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ২০২০ সালের শেষেই সাব ৬ গিগাহার্জ ও সাব গিগাহার্জ প্লাস স্পেকটার্মে নতুন আইফোন বাজারে আসবে। মিং-চি কুও জানিয়েছেন ২০২০ সালের তৃতীয় অথবা চতুর্থ ত্রৈমাসিকে নতুন আইফোন শিপমেন্ট শুরু হবে।

রিপোর্টে জানানো হয়েছে, আইফোন মডেলে ডুয়াল ব্যান্ড ৫জি সাপোর্ট থাকবে। এই ফোন তৈরির কাজ সময় মতো এগোচ্ছে বলে জানা গিয়েছে।

কয়েক দিন আগে প্রকাশিত এক রিপোর্টে মেহদি হোসেইনি জানিয়েছিলেন, ২০২০ সালের ডিসেম্বর মাসে অথবা ২০২১ সালের জানুয়ারি মাসে এমএমওয়েভ আইফোন লঞ্চ হবে।

সেই রিপোর্টে জানানো হয়েছিল চলতি বছর দুই ধাপে আইফোন লঞ্চ হবে। প্রথম ধাপে সেপ্টেম্বর মাসে সাব ৬ গিগাহার্জ স্পেকটার্মের আইফোন লঞ্চ করবে অ্যাপেল। দ্বিতীয় ধাপে ডিসেম্বর মাসে বাজারে আসবে এমএমওয়েভ আইফোন।

২০১৯ সালের ডিসেম্বর মাসে মিং-চি কুও জানিয়েছিলেন প্রত্যাশার থেকে অনেকটা কম দামে লঞ্চ হবে ৫জি আইফোন। ২০১৯ সালের আইফোনের দামের থেকে ২০২০ সালের ৫জি আইফোনের দামে খুব বেশি পার্থক্য হবে না। সাপ্লাই চেনে খরচ কমিয়ে নতুন আইফোনের দাম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছে অ্যাপেল।

মিং-চি কুও আরও বলেন, ২০২০ সাল থেকে বছরে দুইবার আইফোন লঞ্চ করতে পারে অ্যাপেল। একবার কম দামের আইফোন ও একবার ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে কুপার্টিনোর কোম্পানিটি। ইতিমধ্যেই ২০২০ সালের মার্চ মাসে বাজেট সেগমেন্টে আইফোন এসই ২ লঞ্চের খবর সামনে আসতে শুরু করেছে। এই ফোনে থাকতে পারে এ১৩ বায়োনিক চিপ।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা