ভালোবাসা দিবসে ধরা দেবেন অধরা

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ১২:০৫

ঢালিউড ইন্ডাস্ট্রির নয়া তারকা অভিনেত্রী অধরা খান। ২০১৮ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ওই বছর মুক্তি পায় নায়িকার অভিনীত দুটি ছবি। একটি শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ এবং অন্যটি ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’। প্রথমটিতে তার নায়ক ছিল সায়মন সাদিক আর দ্বিতীয়টির নায়ক বাপ্পী চৌধুরী।

২০১৯ সালে কোনো ছবি মুক্তি পায়নি অধরার। নতুন খবর হলো, এক বছরেরও বেশি সময় পর আবারও রুপালি পর্দায় ধরা দিচ্ছেন এই নায়িকা। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে চলেছে অধরার নতুন ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। কেরিয়ারের শুরুতেই এই ছবির কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু সেটি মুক্তি পাচ্ছে দেরিতে। নানা কারণে এ ছবির কাজ দীর্ঘ সময় ধরে আটকে ছিল।

‘পাগলের মতো ভালোবাসি’ পরিচালনা করেছেন শাহীন সুমন। এই পরিচালকের ‘মাতাল’ ছবিতে অধরা খানের অভিনয় মন ভরিয়েছিল দর্শকদের। নতুন মুখ হিসেবে তার অভিনয় ছিল অনেকটাই পরিপক্ক। তাই আবারও অধরার ওপর আস্থা রেখেছেন পরিচালক শাহীন সুমন।

পরিচালনার পাশাপাশি সিক্স ডি প্রযোজিত এ ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপও লিখেছেন নির্মাতা শাহীন সুমন। এখানে অধরার বিপরীতে নায়ক দুজন। আসিফ নূর ও সুমিত সেন। দুই নায়কের বিপরীতেই অধরা প্রথমবার অভিনয় করেছেন। এর বিভিন্ন চরিত্রে আরও আছেন সাদেক বাচ্চু ও জয়রাজ।

পরিচালক শাহীন সুমন বলেন, ‘বেশ কিছুদিন আগেই আমরা ছবির শুটিং শেষ করেছি। এখন প্রযোজনা-পরবর্তী কাজ করছি। চলতি মাসেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে শেষ ধাপের কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শক মিষ্টি প্রেমের গল্প রুপালি পর্দায় দেখতে পছন্দ করেন। ‘পাগলের মতো ভালোবাসি’ তেমনই প্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হয়েছে। তবে সেখানে বর্তমান সময়ের চিত্রই উঠে আসবে। সবকিছু মিলিয়ে দর্শক ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি।’

নায়িকা অধরা খান বলেন, ‘এর আগে দুটি ছবি মুক্তি পেলেও ‘পাগলের মতো ভালোবাসি’ আমার কেরিয়ারের প্রথম ছবি। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার গল্পের এ ছবিটি দর্শকরা বেশ উপভোগ করবেন বলে আমি আশাবাদী। বেশ কয়েকটি নতুন ছবি নিয়েও কথা হচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে সবাইকে জানাব।’

ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :