বিশ্বের সবচেয়ে বড় বরফ উৎসব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ১২:০৫

চীনের হারবিন শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বরফ উৎসব৷ উৎসবে দেখানো সবকিছুই বরফ দিয়ে তৈরি করা হয়৷ বাড়ি, ট্রেন, সেতু সবই সেখানে বরফ দিয়ে তৈরি৷ ২০২০ সালের উৎসবটি চলবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত৷ যদিও তা নির্ভর করছে আবহাওয়ার উপর৷ কেননা, বরফ গলে গেলেতো আর চলবে না!

ভেতর থেকে আলোর ব্যবস্থা করায় বরফের তৈরি জিনিসগুলো মোহনীয় দেখায়৷ হারবিন উৎসবের কিছু ভাস্কর্য রাতের বেলায়ও দেখতে পাওয়া যায়৷ এমন কিছু নেই যা বরফ দিয়ে তৈরি করা যায় না৷ প্রাসাদ, সেতু, আসল সাইজের গির্জা - সবই বরফ দিয়ে বানানো সম্ভব৷ উৎসবের কোনো কোনো টাওয়ারের উচ্চতা ৫০ মিটার পেরিয়ে গেছে৷ খবর ডয়চে ভেলের।

প্রায় এক ডজন দেশের বরফ শিল্পী হারবিন ফেস্টিভ্যালের জন্য কাজ করেছেন৷ শীত শুরু হওয়ার পরপরই তারা কাজে নেমে পড়েন৷ ভাস্কর্য তৈরি জন্য প্রায় এক লাখ ৭০ হাজার ঘনমিটার বরফ ব্যবহার করেছেন তারা৷ কষ্ট করে গড়ে তোলা এসব শিল্পকর্মের মেয়াদ থাকে মাত্র কয়েকদিন৷

বরফ শিল্পীসহ ১২ হাজারের বেশি মানুষের কয়েক সপ্তাহের পরিশ্রমের কারণে হারবিন উৎসব শুরু করা সম্ভব হয়েছে৷ এবার ৩৬তম বারের মতো এই উৎসবটি আয়োজিত হচ্ছে৷

এত বরফ কোথা থেকে আসে? উত্তর, সোঙহুয়া নদী থেকে৷ শীতে সেখানকার পানি জমে বরফ হয়ে যায়৷ সেগুলো কেটে হারবিন উৎসবে ব্যবহার করা হয়৷

হারবিন উৎসবে আসা দর্শকদের একাংশ বরফকে ভয় পান না৷ তাদের জন্যই উৎসবে সাঁতার প্রতিযোগিতারও আয়োজন করা হয়ে থাকে৷ হারবিন বরফ উৎসবের আরেকটি অংশ গণবিবাহ৷ প্রতিবছর অনেকে সেখানে বিয়ের অপেক্ষায় থাকেন৷

ঢাকা টাইমস/১৬জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :