শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২

সেন্সর তো পেল, এবার মুক্তির অপেক্ষা

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৪:২৪ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ১৩:৫৬

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত এবং নতুন জুটি অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। গত ১৪ জানুয়ারি ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়। এবার মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শক।

তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কবে মুক্তি পাবে সেন্সর পাওয়ার পরও সে ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি পরিচালক দেবাশীষ বিশ্বাস। তার কথা, ‘আমার কাজ ছবি নির্মাণ করা। সেটা কবে মুক্তি পাবে সেই সিদ্ধান্ত নেবে প্রযোজনা প্রতিষ্ঠান। ভালো কোনো একটি দিবসে ছবিটি মুক্তি পেতে পারে।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর প্রযোজনায় রয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রায় দুই বছর ধরে চলেছে এ ছবির কাজ। নির্মাণ শেষে সম্প্রতি পাঠানো হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুজব থাকা সত্ত্বেও এই ছবির জন্য জুটি বাঁধেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। এটি এ জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে।

নির্মাণের শুরু থেকেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে অপু-বাপ্পী জুটির রসায়ন কেমন হয়, তা নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা। কারণ ২০১৭ সালে অপুকে তালাকের নোটিশ পাঠানোর সময় তার সাবেক স্বামী শাকিব খান ইঙ্গিত করেছিলেন, বাপ্পী-অপুর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। এরপর দুই তারকার বিয়ের গুঞ্জন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

এর আগে ২০০১ সালে তখনকার সুপারহিট জুটি রিয়াজ ও শাবনূরকে নিয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নির্মাণ করেছিলেন দেবাশীষ বিশ্বাস। ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল সেটি। দীর্ঘ ১৮ বছর পর নির্মাণ করলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এর কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা দেবাশীষ নিজেই।

তবে ছবির দ্বিতীয় কিস্তিকে কোনোভাবেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল বলতে নারাজ পরিচালক। তার কথায়, ‘এটা কোনো সিক্যুয়াল না, রিমেক না, এমনকি পুনর্নির্মাণও না। এবারের ছবির সঙ্গে আগের ছবির গল্পে বিন্দুমাত্র মিল খুঁজে পাবেন না দর্শক। আমি যে একবিন্দুও বাড়িয়ে বলছি না, তা ছবিটি দেখলেই দর্শকরা বুঝতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর মূল আর্কষণ হলো এর গল্প। ছবির সঙ্গে জড়িত সকলেই তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন। ছবিটি সেন্সর বোর্ডে খুব প্রশংসিত হয়েছে। এতে করে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। আশা করি, দর্শকরাও ছবিটি দারুণ উপভোগ করবেন।’

ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :