জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ১৫:০৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০, ১৫:২৭

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ইনস্টিটিউট চত্বরে এ মেলা শুরু হয়েছে।

ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এবং বাংলাদেশ ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) যৌথভাবে এর আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. আনোয়ার আরফীন খান ও বাংলাদেশ সরকারের সদস্য (উন্নয়ন) যুগ্ম সচিব জাকের হোছাইন।

এবার মেলায় ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬২ জন ক্ষুদে বিজ্ঞানী অংশ নিয়েছে। তাদের জন্য ১৮৩টি গবেষণা কেন্দ্র থাকবে।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/পিএল/এলএ)