চট্টগ্রামে ভাসমানদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ১৫:২৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০, ১৫:৪৭

ব্যুরো প্রধান, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীতে ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আমরাই কিংবদন্তী’। বুধবার রাত ১১টা থেকে শুরু করে ভোর সাড়ে চারটা পর্যন্ত চট্টগ্রাম শহরের ৫০টিরও বেশি জায়গায় ঘুরে ঘুরে প্রায় ৬০০ শীতবস্ত্র বিতরণ করেন গ্রুপের সদস্যরা।

নগরীর এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ ২২ হাজার শিক্ষার্থীকে নিয়ে ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে এ গ্রুপটি।

দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা, চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ, চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন এতিমখানার সংস্কার কাজ ও খাবার বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক কাজ করাই এ গ্রুপের লক্ষ্য।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/পিএল/এলএ)