উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার তুরস্কের

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ১৮:০৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০, ১৯:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

অবশেষে বিশ্বে জনপ্রিয় ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তুরস্ক। গত দুই বছরের বেশি সময় ধরে দেশটিতে উইকিপিডিয়া নিষিদ্ধ ছিল। 

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, গত বছরের ডিসেম্বর মাসে তুরস্কের সর্বোচ্চ আদালত অনলাইনভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা ‘স্বাধীন মত প্রকাশে হস্তক্ষেপ’ ও ‘অসাংবিধানিক’ বলে রায় প্রদান করে। 

রায় প্রকাশের এক মাস পর গত বুধবার তুর্কি সরকার উইকিপিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

২০১৭ সালে তুরস্ক উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। 

জানা যায়, উইকিপিডিয়ায় সিরিয়ার সামরিক বাহিনী এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তুরস্কের সম্পর্ক বিষয়ে অতিরঞ্জিত কয়েকটি তথ্য লেখা হয়েছিল। তুর্কি সরকার তথ্য বাতিলের অনুরোধ করলেও উইকিপিডিয়া কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। তারপরই উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে তুর্কি সরকার।

সাইবার সিকুয়েরিটি নামক অনলাইন ব্যবহারকারীদের একটি প্রতিষ্ঠান জানায়, গত বুধবার তুরস্কের অধিকাংশ জায়গায় উইকিপিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের জন্য অনেক দেরিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/আরআর)