উমা কাজীর মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শোক

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ১৮:১৪

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড়ো ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী, কবি দৌহিত্র খিলখিল কাজী ও মিষ্টি কাজীর মা উমা কাজী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা গেছেন।

৮০ বছর বয়সী উমা কাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন কবির নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু নীলদলের সভাপতি সিদ্ধার্ধ দে,  কর্মকর্তা পরিষদের সম্পাদক জাকিবুল হাসান, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, সহকারী প্রক্টর সঞ্জয় কুমার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সম্পাদক রাকিবুল হাসান, সাংবাদিক সমিতির সম্পাদক রাশেদুজ্জামান রনি প্রমুখ। 

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/কেএম/এলএ)