হেরোইনের মামলায় নারীর যাবজ্জীবন

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ২১:৩৭

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার দৌলতপুরের একটি মাদক মামলায় মালেকা খাতুন নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার বিশেষ দায়রা আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিয়ার রহমান এ রায় দেন।

দণ্ড পাওয়া মালেকা খাতুন উপজেলার মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল মাদক কেনা-বেচা চলছে এমন খবরে গোলাম মোস্তফার বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইনসহ মালেকা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/কেএম/এলএ)