ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ১৭:২৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০, ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগে পুলিশ কন্ট্রোল রুম ভবনের ছাদ থেকে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম সুজন কুমার বিশ্বাস। পারিবারিক কলহের কারণে ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার দুপুরে সচিবালয়ের বিপরীত পাশের পুলিশ কন্ট্রোল রুমের ভবনে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাপলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কিছু সময় পরই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা নিয়ে গেছে।’

২০১৫ সালে পুলিশে যোগ দেন সুজন কুমার। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার খরাসুনি গ্রামে। তার বাবার নাম শংকর কুমার বিশ্বাস।

নিহতের ফুফাতো ভাই পিন্টু সরকার ঢাকা টাইমসকে বলেন, ‘তিন বছর আগে বিয়ে হয় সুজন কুমারের। তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় ছয় মাস আগে তার স্ত্রী অভিমান করে বাবার বাসায় চলে যান। এরপর আর ফিরে আসেননি। এই বিষয়টি নিয়ে সম্ভবত কলহ চলছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএস/জেবি)